পোস্টগুলি

মে, ২০২০ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

মাস্ক না পড়লে এক লাখ টাকা জরিমানা

ছবি
মাস্ক না পড়লে এক লাখ টাকা জরিমানা                 বা ৬ মাসের জেল গত শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের ঘোষণা অনুযায়ী, কোভিড-১৯ এর সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। মাস্ক ছাড়া বাইরে বের হলে ছয় মাসের জেল বা এক লক্ষ টাকা জরিমানা- এ মর্মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বাস্তবায়নের জন্য নির্দেশ দেয়া হয়েছে। ৬ মে থেকে কার্যকর হবে এই আইন। এর পাশাপাশি বিনা প্রয়োজনে বাহিরে বের হতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।  সরকারী হস্তক্ষেপের পাশাপাশি জনগণেও উচিত সচেতনভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা। করনো পরবর্তী এক সুন্দর বাংলাদেশের স্বপ্নে আমরা।

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ও তারিখ (২০২০)

ছবি
এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করার নিয়ম ও তারিখ (২০২০) || ১জুন থেকে ৭জুন পর্যন্ত শিক্ষার্থীরা ফল পুনঃনিরীক্ষার আবেদন করতে পারবেন || কিভাবে আবেদন করতে হবে? টেলিটক সিম থেকে মেসেজ অপশনে গিয়ে  RSC <space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর <space> রোল নম্বর <space> বিষয় কোড লিখে 16222 নম্বরে এসএমএস পাঠিয়ে পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। একই এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে, তবে এ ক্ষেত্রে প্রতিটি বিষয় কোডের পর অবশ্যই ‘কমা’ দিয়ে লিখতে হবে। এরপর একটি ফিরতি মেসেজ আসবে, যেখানে দেয়া থাকবে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে এবং একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর)। আবেদনে সম্মত থাকলে RSC <space> YES <space> পিন নম্বর <space> যোগাযোগের জন্য নিজস্ব মোবাইল নম্বর লিখে 16222 নম্বরে SMS পাঠাতে হবে। এভাবে আবেদন সম্পন্ন হবে। প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে। বোর্ডের নামের প্রথম তিন অক্ষরঃ D...

রেজিস্ট্রেশন ছাড়া বোর্ড রেজাল্ট দেখতে.....Board Result without Registration Number. JSC/SSC/HSC

রেজিস্ট্রেশন ছাড়া রেজাল্ট দেখতে  নিচের লিংকে প্রবেশ করুন:-  https://eboardresults.com/app/stud/

মোবাইলে SSC পরীক্ষার ফলাফল ২০২০ জানার পদ্ধতিঃ

ছবি
মোবাইলে  SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতিঃ (১) যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC. এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে। যেমনঃ DHA = Dhaka Board  COM = Comilla Board  RAJ = Rajshahi Board  JES = Jessore Board  CHI= Chittagong Board  BAR = Barisal Board  SYL = Sylhet Board  DIN = Dinajpur Board  MAD = Madrassah Board  TEC= Technical Board (২) এরপর একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন। (৩) এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষায় পাশের সাল লিখুন। যেমন: SSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2020 এবং মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।  মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে। SSC ভোকেশনালের জন্যঃ SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর পাঠিয়ে দিন 16222 নম্বরে। বি:দ্র: মেসেজ পাঠানোর সময় অবশ্যই স্পেস দিতে...