মোবাইলে SSC পরীক্ষার ফলাফল ২০২০ জানার পদ্ধতিঃ
মোবাইলে SSC পরীক্ষার ফলাফল জানার পদ্ধতিঃ
(১) যে কোন মোবাইল অপারেটর এর মেসেজ অপশন এ গিয়ে লিখতে হবে SSC. এরপর একটি স্পেস দিয়ে আপনার বোর্ড এর প্রথম তিন টি অক্ষর লিখতে হবে।
যেমনঃ
DHA = Dhaka Board
COM = Comilla Board
RAJ = Rajshahi Board
JES = Jessore Board
CHI= Chittagong Board
BAR = Barisal Board
SYL = Sylhet Board
DIN = Dinajpur Board
MAD = Madrassah Board
TEC= Technical Board
(২) এরপর একটি স্পেস দিন এবং আপনার রোল নম্বরটি লিখুন।
(৩) এবার একটি স্পেস দিয়ে আপনার পরীক্ষায় পাশের সাল লিখুন।
যেমন:
SSC <স্পেস>DHA<স্পেস> 123456 <স্পেস> 2020 এবং মেসেজ টি পাঠাতে হবে 16222 নম্বরে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের জন্যঃ
Dakhil<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর এরপর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
SSC ভোকেশনালের জন্যঃ
SSC<Space>আপনার বোর্ড এর নামের প্রথম ৩ অক্ষর<Space>রোল নম্বর<Space>পাশের বছর পাঠিয়ে দিন 16222 নম্বরে।
বি:দ্র: মেসেজ পাঠানোর সময় অবশ্যই স্পেস দিতে হবে। <> চিহ্নটি নয়।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন